প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল মহোদয়ের জীবনবৃত্তান্ত
কাজী হাবিবুল আউয়াল |
জনাব কাজী হাবিবুল আউয়াল গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করেন।
জনাব কাজী হাবিবুল আউয়াল ১৯৮১ সালে একজন সহকারী জজ হিসাবে তাঁর পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় সকল পদে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।
তিনি এশিয়ান এসোসিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল (এএএলসি) এর প্রাক্তন সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর বোর্ড অফ গভর্নরস এর গভর্নর এবং ভাইস-চেয়ারম্যান, রূপালী ব্যাংক লিমিটেড ও কর্মসংস্থান ব্যাংক লিমিটেডের পরিচালক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সুনামের সাথে কাজ করেছেন।
সরকারি দায়িত্ব পালনের অংশ হিসাবে তিনি জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, হংকং, কুয়েত, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন। এছাড়া পেশাগত জীবনে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
অতিথি বক্তা এবং প্রশিক্ষক হিসেবে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি), ফরেন সার্ভিস ট্রেনিং একাডেমি, বাংলাদেশ জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিস এবং ম্যানেজারস অব বাংলাদেশ (আইসিএসএমবি), ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেছেন।
লেখক হিসেবেও জনাব কাজী হাবিবুল আউয়াল তাঁর বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ‘জীবন পাতার জলছাপ’, ‘Memories of Early life’, ‘Trajectory of a Judicial Officer’ এবং মোঃ মইনুল কবির ও গ্যাভিন মারফির সাথে যৌথভাবে রচিত ‘The Legislative Process in Bangladesh’ নামক প্রকাশিত বইগুলোর লেখক তিনি। ‘Demystification of Law for Women’ নামে একটি বিদেশী বইও তিনি বাংলায় অনুবাদ করেন। এছাড়া বিভিন্ন দৈনিকে সাংবিধানিক ও আইনগত বিষয় নিয়ে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা, দক্ষতা ও প্রজ্ঞার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।