মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ, এম, এম, নাসির উদ্দিন মহোদয় এঁর জীবনবৃত্তান্ত
এ, এম, এম, নাসির উদ্দিন |
জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।
জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ১৯৫৩ সালের ১ জুলাই কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং একই বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকে অসামান্য ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক তাঁকে স্বর্ণপদক প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ১৮তম স্থানসহ প্রথম বিভাগ এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৩য় স্থানসহ প্রথম বিভাগ অর্জন করে।
এ, এম, এম, নাসির উদ্দিন ১৯৭৯ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (কর) ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। বর্ণাঢ্য চাকুরি জীবনে তিনি তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সালের জুলাই মাসে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন।
এ, এম, এম, নাসির উদ্দিন একজন দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিত। উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে বিস্তৃত অভিজ্ঞতাসহ দক্ষ কর্মকর্তা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। এনার্জি সেক্টরে কাজের দক্ষতার পাশাপাশি ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি অত্যন্ত অভিজ্ঞ। প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলিকে তিনি দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প বাস্তবায়নের সাথে অত্যন্ত সুপরিচিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত। সরকারি দপ্তরের কাজের বিস্তৃত অভিজ্ঞতাসহ রাজস্ব নীতি এবং কর আইনের সাথে তিনি সুপরিচিত।
তিনি একজন বিশ্লেষণাত্মক, উদ্ভাবনী, স্ব-প্রেরণাদায়ক এবং আত্মবিশ্বাসী ব্যক্তি। নেতৃত্ব দিতে বা দলের অংশ হিসেবে কাজ করতে স্বাছন্দ্যবোধ করেন। আর্থিক ব্যবস্থাপনা, কর্মী প্রশাসন এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। তিনি একজন অভিজ্ঞ প্রশিক্ষক এবং ফ্যাসিলিটেটর।
বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি সদস্য, পরিকল্পনা কমিশন; চেয়ারম্যান, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL); চেয়ারম্যান, কান্ট্রি কোঅর্ডিনেশন মেকানিজম (CCM) গ্লোবাল ফান্ড; সদস্য, বোর্ড অফ ট্রাস্টি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়হরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (ICDDRB); চেয়ারম্যান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (TGTDCL); চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড (বাপেক্স); চেয়ারম্যান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল); চেয়ারম্যান, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল); চেয়ারম্যান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল); চেয়ারম্যান, বোর্ড অফ গভর্নর, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই); চেয়ারম্যান, মবিল-যমুনা লুব্রিকেন্টস লিমিটেড (এমজেএলএল); চেয়ারম্যান, মবিল-যমুনা ফুয়েলস লিমিটেড (এমজেএফএল); পরিচালক, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো); পরিচালক, বাংলাদেশ বিমান কর্পোরেশন; চেয়ারম্যান, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি); চেয়ারম্যান, সেন্সর বোর্ড; সদস্য, বোর্ড অফ গভর্নর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; অতিরিক্ত সচিব/মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়; যুগ্মসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; সদস্য, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি); সচিব, বেসরকারিকরণ কমিশন এবং অতিরিক্ত কর কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড এর দায়িত্ব পালন করেন।
দেশে বিদেশে তিনি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ২০০৩ সনের ১২-২৮ নভেম্বর তারিখে জাপানের টোকিওতে অনুষ্ঠিত JBIC’s Official Financial Cooperation শীর্ষক প্রশিক্ষণ, সিংগাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ২০০২ সনের ১৮-২৯ নভেম্বর তারিখে সিংগাপুরে অনুষ্ঠিত Economic Development Experience of Singapore শীর্ষক প্রশিক্ষণ , থাইল্যান্ডের AMI Management Institute Ltd. এর আয়োজনে ২০০২ সনের ০২-০৬ সেপ্টেম্বর তারিখে থাইল্যান্ডে অনুষ্ঠিত Mediation and Negotiation Techniques for Conflict Management শীর্ষক প্রশিক্ষণ, ভারতের TERI and PPIAF আয়োজনে ২০০১ সনের ০৮-১৯ অক্টোবর তারিখে ভারতের আগ্রায় অনুষ্ঠিত Infrastructure Regulation and Reform শীর্ষক প্রশিক্ষণ, University of Birmingham, UK and Civil Service College এর অধীনে ২০০০ সনের সেপ্টেম্বর-অক্টোবর মাসে যুক্তরাজ্যে অনুষ্ঠিত Managing At The Top (MATT)- A Leadership Development Programme শীর্ষক প্রশিক্ষণ, ১৯৯৯ সনের জুন- সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত Project Finance শীর্ষক প্রশিক্ষণ , জাপানের জাইকার আয়োজনে ১৯৯৯ সনে জাপানে অনুষ্ঠিত Privatization Promotion শীর্ষক প্রশিক্ষণ, ১৯৯৫ সনে মালেয়েশিয়ায় অনুষ্ঠিত General Tax Administration Course শীর্ষক প্রশিক্ষণ, ১৯৯৪ সনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত Tax Evasion Investigation Course শীর্ষক প্রশিক্ষণ এবং ১৯৮৯ সনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত Comprehensive Course for Tax Administrators বিষয়ে প্রশিক্ষণ অর্জন করেন।
তিনি বিপিটিএসির তত্বাবধানে অনুষ্ঠিত Advanced course on Administration and Development শীর্ষক প্রশিক্ষণে ১ম স্হান অধিকার করেন।
এ, এম, এম, নাসির উদ্দিন কর্তৃক বিভিন্ন সভা সেমিনারে উস্হাপিত ও জার্নালে প্রকাশিত উল্লেখযোগ্য প্রবন্ধ সমূহের মধ্যে রয়েছে- Public Private Partnership in Infrastructure Projects in Bangladesh: towards designing a generic legal framework; Privatization in Bangladesh: suggested changes in the policy and procedure; Study tour to Uzbekistan –a participant’s account; Privatization in Bangladesh-Issues, Problems and Concerns; Privatization Efforts in Bangladesh; Tax System and Tax Administration of Bangladesh; Tax policy in developing nations-balancing different goals; এবং Weavers of village Bagmara
তিনি সরকারি বিভিন্ন সভা সেমিনার ও প্রশিক্ষণে যোগদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইনস, চায়না, মঙ্গোলিয়া, হংকং, সিংগাপুর, থাইল্যান্ড, শ্রীলংকা, ভারত, নেপাল, সৌদী আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, রাশিয়া, ডেনমার্ক, অষ্ট্রেলিয়া, মেক্সিকো, উজবেকিস্তান, সেনেগাল, ইন্দোনেশিয়া ও মায়ানমারসহ বিভিন্ন দেশ সফর করেন।
জনাব এ, এম, এম, নাসির উদ্দিন এঁর পিতা মরহুম মৌলভী তালেব উল্লাহ। তিনি ০২ পুত্র সন্তান ও ০১ কন্যা সন্তানের পিতা। তাঁর স্ত্রী শাহীন ফেরদৌসী একজন গৃহিনী।