নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)
ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭।
ফ্যাক্স নং- +৮৮ ০২ ৮১৮১৭৩১
Email: dg_eti@yahoo.com
ভুমিকা:
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার যাত্রা শুরু ১৯৯৫ সালে। এ প্রতিষ্ঠানটি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনি কর্মকান্ডের সাথে সংশিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার রেজিস্ট্রেশন কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আসছে। নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইটিআই শুরু থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রুপকল্প (vision):
নির্বাচনি প্রশিক্ষণ ও গবেষণার উন্নয়ন এবং পরিকল্পনার দিক থেকে আগামী ২০২১ সালের মধ্যে ইটিআই প্রাতিষ্ঠানিকভাবে উৎকর্ষতা বৃদ্ধি করবে। নির্বাচনের সকল পক্ষকে নির্বাচনি কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করবে।
অভিলক্ষ্য (Mission):
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন এবং পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন বাংলাদেশ এর নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের জ্ঞান দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জনগনের জন্য অবাধ সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও কার্যকর নির্বাচনের ব্যবস্থা করে যাচ্ছে।
ভৌত অবকাঠামোঃ
প্লট-ই, ১৪/জেড এ, আগারগাঁও, শেরেবাংলা নগরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত। নির্বাচন ভবনের পাশেই ইহা অবস্থিত। আবাসিক সুযোগ সুবিধা সম্বলিত সুসজ্জিত ইটিআই ভবন ১২(বারো) তলা বিশিষ্ট।
তথ্য যোগাযোগ ও গ্রন্তাগার :
আগত প্রশিক্ষণার্থী ও অনুষদ সদস্যদের সুবিধার জন্য ৪১৫৩ টি বই সাময়িকী এবং গবেষণা পেপার সম্বলিত একটি বিশেষায়িত লাইব্রেরি রয়েছে।
কম্পিউটার ল্যাব:
আধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা সম্বলিত দু’টি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন। কম্পিউটার ল্যাবে WIFI সুবিধা থাকবে।
ল্যাঙ্গুয়েজ ল্যাব:
একটি ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রমও প্রক্রিয়াধীন। ল্যাবটি প্রস্তুত করা গেলে নির্বাচন কমিশনের কর্মকর্তা/কর্মচারীরা ইংরেজি সহ অন্যান্য ভাষা শেখার সুযোগ পাবে।
আবাসিক এবং ক্যাফেটেরিয়া:
ইটিআই এ আবাসিক, ক্যাফেটেরিয়া এবং ডাইনিং সুযোগ সুবিধা রয়েছে। ৮ম তলায় খাবার পরিবেশনের জন্য ১৬০ আসনের একটি ডাইনিং স্পেস রয়েছে। ৯ম তলা হতে ১২তম তলা পর্যন্ত ৭২ জন পুরুষ ও ২৫ জন মহিলা সহ ৯৯ জন প্রশিক্ষণার্থীর আবাসিক সুবিধা রয়েছে।
সম্মেলন কক্ষ:
২০০ আসন বিশিষ্ট একটি সম্মেলন কক্ষ রয়েছে। প্রশিক্ষণার্থীদের জন্য সম্মেলন কক্ষে যোগব্যায়ামের ব্যাবস্থা সহ ইনডোর খেলাধুলার ব্যবস্থা রয়েছে।
অনুষদ:
প্রশিক্ষণ এবং গবেষণার কাজে নিয়োজিত একদল কর্মকর্তা নিয়ে ইটিআই পরিচালিত হচ্ছে। ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন মহাপরিচালক, ২জন পরিচালক, ৩ জন উপ-পরিচালক, ৪ জন সহকারী পরিচালক, ১ জন প্রোগ্রামার, ১ জন সহকারী প্রোগ্রামার, ১ জন লাইব্রেরিয়ান, ১৪ জন তৃতীয় শ্রেণি, ১৮ জন ৪র্থ শ্রেণির জনবল কর্মরত রয়েছে।
প্রশিক্ষক/অতিথি বক্তাঃ
প্রশিক্ষকদের মধ্যে বেশীর ভাগই নির্বাচন কমিশন সচিবালয়ের/সরকারের অন্যান্য মন্ত্রনালয় কিংবা বিভাগ থেকেও প্রশিক্ষক আনা হয়। অনেক সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় নিবাচন কমিশনারবৃন্দ তাঁদের জ্ঞানগর্ভ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রশিক্ষণার্থীদের মাঝে প্রদান করেন।
অনুষদ সদস্য :
কর্মকর্তাদের নাম, পদবী ও ফোন নম্বরঃ
ক্র নং | নাম | পদবী | ফোন নম্বর |
০১. |
এস এম আসাদুজ্জামান |
মহাপরিচালক |
০২-৫৫০০৬৫০৫ ০২-৫৫০০৬৫০৬ |
০২. |
জনাব মো: রফিকুল ইসলাম |
পরিচালক (প্রশিক্ষণ) |
০২-৫৫০০৬৫০৩ |
০৩. |
মোহাম্মদ মুঞ্জুরুল আলম |
পরিচালক (প্রশাসন) | ০২-৫৫০০৬৫০২ |
০৪. |
জনাব মোহাম্মদ নুরুল হাসান ভূঞা |
উপ-পরিচালক (গবে: ও ডকু:) | |
০৫. |
মোঃ আরিফুল হক |
উপ-পরিচালক (প্রশাসন) |
০২-৫৫০০৬৫০৪ |
০৬. | মোহাম্মদ জাহাঙ্গীর আলম | উপ-পরিচালক (স্থানীয়) | ০২-৫৫০০৬৫০১ |
০৭. | আয়েশা আক্তার | উপ-পরিচালক | |
০৮ | মো: আলা উদ্দিন আল মামুন | উপ-পরিচালক | |
০৯ | ফারজানা রহমান | উপ-পরিচালক | ০২-৫৫০০৬৫০৭ |
১০ | আজিমুল ইসলাম | প্রোগ্রামার | |
১১ | জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন | উপ পরিচালক (চলতি দায়িত্ব) | ০২-৫৫০০৭৪৯৫ |
১৩. | মোহাম্মদ নুরুল হাসান ভূঞা | সহকারী পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) | ০২-৫৫০০৭৪৯৮ |
১৪. | জনাব মো: মোশাররফ হোসেন | সহকারী পরিচালক |
|
১৫. | জনাব তানজিদা আফরিন ছন্দা | সহকারী পরিচালক (প্রশি:-৩) |
|
১৬. | জনাব তানজুমা হাসান অর্চি | সহকারী পরিচালক (প্রশাসন) |
০২-৫৫০০৭৪৯৯ |
১৭. | মেডিকেল অফিসার | ||
১৮. | জনাব শধাংশু কুমার সরকার | সহকারী পোগ্রামার | ০২-৫৫০০৭৪৯৭ |
১৯. | আকতার জাহান | সহকারী পরিচালক | |
বর্তমান কার্যক্রমঃ
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিম্নের প্রশিক্ষণ কোর্সগুলো চলছে:
(১) অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ;
(২) বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ)
উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ;
সম্ভাব্য প্রশিক্ষণ পরিকল্পনা
ক্র নং |
প্রশিক্ষণ কোর্সের নাম |
ব্যাচ সংখ্যা |
কর্ম দিবস |
প্রশিক্ষনার্থীদের সংখ্যা (ব্যাচ ভিত্তিক) |
০১. |
Professional English Language Course |
০৮ |
২০ |
৩৫ |
০২. |
ICT Course |
০৮ |
২০ |
৩৫ |
০৩. |
ই-ফাইলিং কোর্স |
৩২ |
০২ |
৩৫ |
০৪. |
e-Government Procurement (e-GP) System Course |
১৮ |
০৫ |
৩৫ |
০৫. |
নব নিয়োগপ্রাপ্ত এবং পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য অফিস, আর্থিক ব্যবস্থাপনা এবং নির্বাচনি বিধি-বিধান সংক্রান্ত প্রশিক্ষণ |
০৪ |
১২ |
৩৫ |
০৬. |
প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য অফিস, আর্থিক ব্যবস্থাপনা এবং নির্বাচনি বিধি-বিধান সংক্রান্ত প্রশিক্ষণ |
১৪ |
১২ |
৩৫ |
০৭. |
সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের প্রশিক্ষণ |
০৬ |
০৫ |
৩৫ |
০৮. |
কর্মকর্তা এবং কর্মচারীদের “Computer Basic & Advance Course” |
২৭ |
১২ |
৩৫ |
০৯. |
প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য বিভিন্ন নির্বাচনের প্রাসঙ্গিক আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ |
১৪ |
১২ |
৩৫ |
১০. |
ইংরেজী ভাষা (Communicative English) সংক্রান্ত প্রশিক্ষণ |
১৯ |
১২ |
২৫-৩৫ |
১১. |
বিভিন্ন নির্বাচন উপলক্ষ্যে রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারদের ব্রিফিং সেশন |
-- |
০১ |
৩৫ |
12. |
বিভিন্ন নির্বাচন উপলক্ষ্যে রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার ও সহায়ক কর্মচারীদের জন্য ইএমএস, সিআইএমএস এবং আরএমএস সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ |
-- |
০১ |
৩৫ |
13. |
জাতীয় সংসদ সাধারণ/ উপ-নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ) উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ |
-- |
০১ |
৩৫ |
14. |
নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের অফিস সহায়কদের জন্য প্রশিক্ষণ |
১৫ |
০৫ |
৩৫ |
15. |
নব নিয়োগপ্রাপ্ত এবং পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের “ওরিয়েন্টেশন কোর্স” |
-- |
১২ |
৩৫ |
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এবং এ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় মাঠ পর্যায় আয়োজিত বছর ভিত্তিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সংখ্যাঃ
ক্রমিক নং |
বছর |
প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের সংখ্যা |
০১. |
এপ্রিল ১৯৯৫ হতে ডিসেম্বর ১৯৯৫ |
১১১৬ |
০২. |
১ জানুয়ারী, ১৯৯৬ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৬ |
৭৩৯ |
০৩. |
১ জানুয়ারী, ১৯৯৭ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৭ |
৩,৯৯,৩৭৮ |
০৪. |
১ জানুয়ারী, ১৯৯৮ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৮ |
১০,৪৭৮ |
০৫. |
১ জানুয়ারী, ১৯৯৯ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৯ |
৪১,৪০৮ |
০৬. |
১ জানুয়ারী, ২০০০ হতে ৩১ ডিসেম্বর, ২০০০ |
৩,৬২,২৬৯ |
০৭. |
১ জানুয়ারী, ২০০১ হতে ৩১ ডিসেম্বর, ২০০১ |
৬,৬৮,৫৪০ |
০৮. |
১ জানুয়ারী, ২০০২ হতে ৩১ ডিসেম্বর, ২০০২ |
৩৫,০৭৮ |
০৯. |
১ জানুয়ারী , ২০০৩ হতে ৩১ ডিসেম্বর, ২০০৩ |
৫,১৬,০৯৭ |
১০. |
১ জানুয়ারী , ২০০৪ হতে ৩১ ডিসেম্বর, ২০০৪ |
৫৪,২৯৫ |
১১. |
১ জানুয়ারী, ২০০৫ হতে ৩১ ডিসেম্বর, ২০০৫ |
৩,০৩,৭৬৫ |
১২. |
১ জানুয়ারী, ২০০৬ হতে ৩১ ডিসেম্বর, ২০০৬ |
৬,৭১৪ |
১৩. |
১ জানুয়ারী, ২০০৭ হতে ৩১ ডিসেম্বর, ২০০৭ |
১,৫৮,০৫৭ |
১৪. |
১ জানুয়ারী, ২০০৮ হতে ৩১ ডিসেম্বর, ২০০৮ |
৯,৬১,০৮৬ |
১৫. |
১ জানুয়ারী, ২০০৯ হতে ৩১ ডিসেম্বর, ২০০৯ |
৯৯,৭২৫ |
১৬. |
১ জানুয়ারী, ২০১০ হতে ৩১ ডিসেম্বর, ২০১০ |
২৫,৬৫৫ |
১৭. |
১ জানুয়ারী, ২০১১ হতে ৩১ ডিসেম্বর, ২০১১ |
৭,৬৬,৬৩৬ |
১৮. |
১ জানুয়ারী, ২০১২ হতে ৩১ ডিসেম্বর, ২০১২ |
১,০৮,৯৬৫ |
১৯. |
১ জানুয়ারী, ২০১৩ হতে ৩১ ডিসেম্বর, ২০১৩ |
৩,৩৮,০৩২ |
২০. |
১ জানুয়ারী, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৪ |
৭,৯৬,১৩৮ |
২১. |
১ জানুয়ারী, ২০১৫ হতে ৩১ ডিসেম্বর, ২০১৫ |
২,০০,৩৫৬ |
২২. |
১ জানুয়ারী, ২০১৬ হতে ৩১ ডিসেম্বর, ২০১৬ |
৭,৬৬,০৮৬ |
২৩. |
১ জানুয়ারি, ২০১৭ হতে ৩১ ডিসেম্বর,২০১৭ |
১,৩৬,৫৪৮ |
২৪. |
১ জানুয়ারি, ২০১৮ হতে ৩১ ডিসেম্বর,২০১৮ |
৮,৫১,৯৫৬ |
২৫. |
১ জানুয়ারি, ২০১৯ হতে ৩১ ডিসেম্বর,২০১৯ |
৮,৮১,০২৯ |
২৬. |
১ জানুয়ারি, ২০২০ হতে ৩১ ডিসেম্বর,২০২০ |
২,৩৪,৮৯৬ |
|
|
|