নির্বাচন কমিশন সচিবালয়
নির্বাচন কমিশন সচিবালয়
বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় কার্যাদি সম্পন্ন করার জন্য ইহার অধীন প্রতিষ্ঠিত আছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিভাগীয়/আঞ্চলিক পর্যায়ের সংযুক্ত অফিসের (attached department) মর্যাদাসম্পন্ন ১০টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা পর্যায়ের ৬৪টি সিনিয়র/জেলা নির্বাচন কার্যালয় এবং উপজেলা পর্যায় ৫১৪টি উপজেলা / থানা নির্বাচন কার্যালয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন উপ-সচিব পর্যায়ের ১জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ২জন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা কার্যালয়ের মধ্যে ১৯টি বৃহত্তর জেলায় উপ-সচিব পর্যায়ের ১৯ জন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং বাকি ৪৫টি জেলায় আছেন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ১ জন জেলা নির্বাচন কর্মকর্তা (প্রথম শ্রেণীর কর্মকর্তা) , উপজেলা / থানা কার্যালয়ে আছেন উপজেলা / থানা নির্বাচন কর্মকর্তা (প্রথম শ্রেণীর কর্মকর্তা)।
১.৩ নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যপরিধি
কমিশন সচিবালয়ের কার্যপরিধি নিম্নরূপঃ
১। সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনকে সহায়তা দান
২। জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ
৩। গণভোট, রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ইত্যাদিসহ সকল নির্বাচন ও উপ-নির্বাচনসমূহ পরিচালনা
৪। সকল নির্বাচনের ভোট গ্রহণের জন্য সারাদেশের ভোটকেন্দ্র স্থাপনের ব্যবস্থা চূড়ান্ত করা ও সরকারী গেজেটে প্রকাশ করা।
৫। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিকদল/প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও সংরক্ষণ
৬। প্রত্যেক নির্বাচনের প্রাক্কালে সারাদেশে ভোট গ্রহণ ব্যবস্থা তদারকি এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দান
৭। সকল নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ ফরম, প্যাকেট ও ম্যানুয়াল ইত্যাদি মুদ্রণ এবং তা সারাদেশে সকল ভোটকেন্দ্রে সরবরাহ নিশ্চিত করা
৮। অমোচনীয় কালী প্রস্তুতের উপাদানসমূহ সহ সকল নির্বাচনী সামগ্রী ক্রয় এবং ভোটকেন্দ্রসমূহে বিতরণ
৯। দেশব্যাপী রক্ষিত ব্যালট বাক্সসমূহের ব্যবস্থাপনা, নতুন বাক্স প্রস্তুত, সরবরাহ, গুদামজাতকরণ এবং রক্ষণাবেক্ষণ
১০। রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও সকল প্রকার স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল সংগ্রহ ও বিতরণে বিস্তৃত কার্যক্রম গ্রহণ
১১। সকল নির্বাচনী ফলাফল চূড়ান্ত এবং আনুষ্ঠানিকভাবে গেজেটে প্রকাশ করা
১২। নির্বাচনী বিরোধ সম্পর্কিত দরখাস্তসমূহ নিষ্পত্তি করার জন্য নির্বাচনী ট্রাইবুনাল এবং এ সম্পর্কিত অন্যান্য কার্যাদি আইনের বিধান অনুযায়ী নিষ্পত্তি করা
১৩। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচী প্রণয়ন এবং উহার বাস্তবায়ন
১৪। রেকর্ড, রেফারেন্স ও গবেষণা কাজে ব্যবহারের জন্য নির্বাচনী তথ্য সংগ্রহ ও সংকলন
১৫। সকল নির্বাচনের সমন্বিত প্রতিবেদন প্রনয়ণ ও প্রকাশনার ব্যবস্থা করা
১৬। নির্বাচন কমিশন সচিবালয় এবং উহার অধিনস্থ দপ্তর বহিরাংগন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসন ও নিয়ন্ত্রণ
১৭। বিভিন্ন নির্বাচনী আইনের অধীন নির্বাচন কমিশন বরাবর দাখিলকৃত দরখাস্ত সমূহ সংক্রান্ত লেখ্য প্রমাণ রক্ষণাবেক্ষণ, এ সংক্রান্ত নির্ধারিত ফি আদায় এবং উল্লেখিত দরখাস্তের প্রেক্ষিতে সিদ্ধান্ত বাস্তবায়ন, কমিশনের সিদ্ধান্তের সত্যায়িত কপি বিতরণ
১৮। আদালতের দিক নির্দেশনা বাস্তবায়ন এবং নির্বাচন কমিশন ও নির্বাচন কাজে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নির্বাচনী ট্রাইবুনালের দিক নির্দেশনা বাস্তবায়ন
১৯। নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা পালনে করণীয় অন্য যা কিছু বিষয়াদি
২০। আর্থিক বিষয়াদিসহ সচিবালয়ের প্রশাসনিক বিষয়াদি
২১। আর্ন্তজাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ এবং অন্যদেশ ও বিশ্বসংস্থার সাথে এ সচিবালয়ের কার্যাদি সম্পর্কিত বিষয়ে সক্রিয় অংশগ্রহণ ও চুক্তি প্রণয়ন সমন্বয় সাধন
২২। এই সচিবালয়ের কার্যাদি সম্পর্কিত সকল আইন প্রণয়ন
২৩। এই সচিবালয়ের যে কোন কার্যাদি সম্পর্কিত পরিসংখ্যান ও অনুসন্ধান
২৪। কোর্টে প্রদত্ত ফি ব্যতীত এই সচিবালয়ের কার্যাদি সম্পর্কিত যে কোন বিষয়ে ফি গ্রহণ
এ ছাড়াও নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে নির্বাচন কমিশন সচিবালয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে।
অফিস ঠিকানা
নির্বাচন কমিশন সচিবালয় | |
ডাক যোগাযোগ ঠিকানা | |
নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ | |
ফ্যাক্স | |
৮৮০-২-৫৫০০৭৫১৫ | |
ইমেইল | |
secretary@ecs.gov.bd |